ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে জখম
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ঘোড়ামারা ওয়ার্ডের ইউপি সদস্য আজম মন্ডলকে কুপিয়ে গুরুতর যখম করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে গোয়ালপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে গোয়ালপাড়া বাজারের একটি চায়ের দোকানে বসে গল্প করছিলো ইউপি মেম্বর আজম মন্ডল। সে সময় ৭/৮ জনের একদল অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জাগো নিউজকে জানান, সামাজিক কোন্দল ও পূর্ব শত্রুতার জের ধরে আজম মেম্বরকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ