হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ
রাজবাড়ীর কালুখালী উপজেলার ১নং রতনদিয়া ইউনিয়নের রূপসা গ্রাম থেকে হারিয়ে যাওয়া শিশু মো. আলিম শেখকে (১০) পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।
সোমবার সন্ধ্যায় শিশুটির দাদি মোছা. রওশনারা বেগম ও চাচা মো. বাবলু মন্ডলের হাতে আলিমকে তুলে দেন সিরাজগঞ্জ সদর থানা পুলিশের শিশুবিষয়ক কর্মকর্তা এসআই রেজাউল ইসলাম শাহ।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউল জানান, গত ৫ অক্টোবর সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদ ইউনিয়নের কম্ফার মোড় এলাকায় শিশু আলিমকে এদিক-সেদিক হাঁটতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা শিশুটিকে তার বাবা-মার নাম ও ঠিকানা জিজ্ঞেস করলে সে বলতে পারেনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলিমকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
তিনি আরও জানান, এ ঘটনায় শিশু আলিমের ছবিসহ পত্রিকায় সংবাদ প্রকাশ ও ফেসবুকে পোস্ট দেয় হয়। সেই সূত্র ধরে তার পরিবারের লোকজন মুঠোফোনে যোগাযোগ করে। সোমবার সন্ধ্যায় দাদি মোছা. রওশনারা বেগম ও চাচা মো. বাবলু মন্ডলের হাতে আলিমকে তুলে দেয়া হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এমবিআর/জেআইএম