রাজন হত্যা মামলার চার্জ গঠন আজ
ফাইল ছবি
সিলেট শহরতলির কুমারগাঁওয়ে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার চার্জ গঠন (অভিযোগ) আজ মঙ্গলবার। এর আগে গত বুধবার বেলা সাড়ে ১১টায় সিলেটের মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা শুনানি শেষে এ তারিখ ধার্য করেন।
এর আগে মামলাটি চার্জ গঠন ও বিচার শুরুর জন্য গত ৭ সেপ্টেম্বর মামলাটি বিচারের জন্য মহানগর জেলা ও দায়রা জজ আদালতে পাঠান মূখ্য মহানগর ১ম আদালতের হাকিম সাহেদুল করিম ।
আদালত সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট সৌদি আরবে আটক কামরুলসহ পলাতক ৩ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের সময় সীমার মধ্যে পলাতকরা আদালতে হাজির না হওয়ায় আদালত বিচারিক কাজ শুরুর লক্ষ্যে মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে পাঠান।
গত ২৪ আগস্ট একই আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও মালামাল বাজেয়াপ্তের নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী পর দিন ২৫ আগষ্ট জালালাবাদ থানা পুলিশ ৩ পলাতক আসামির মালামাল বাজেয়াপ্ত করেন।
প্রসঙ্গত, গত ৮ জুলাই সিলেট শহরতলির কুমারগাঁওয়ে শিশু শেখ সামিউল আলম রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ছামির মাহমুদ/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ২ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৩ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৪ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৫ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের