ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ডোপ টেস্টে উত্তীর্ণদের নিয়ে ১৬ বছর পর সাঁথিয়া যুবলীগের কমিটি

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০১:১১ পিএম, ১৩ অক্টোবর ২০১৯

পাবনার সাঁথিয়া উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাঁথিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনে ডোপ টেস্টে (মাদক পরীক্ষায়) উত্তীর্ণ হয়ে সভাপতি পদে আশরাফুজ্জামান টুটুল সভাপতি ও মিজানুর রহমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়াও সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দফতর সম্পাদক ও দুটি সদস্য পদে নতুন নেতা নির্বাচিত করা হয়।

PABNA

এর আগে আগ্রহী প্রার্থীদের ডোপটেস্ট করা হয়। এতে উত্তীর্ণরা প্রার্থী হবার সুযোগ পান।

উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম ভিপির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মতুর্জা সনি বিশ্বাস।

এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ নাসিম পাভেল, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সিবলী সাদিক, শাকিবুল ইসলাম রনি, মাহবুব আলম বাচ্চু প্রমুখ।

PABNA

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, তরুণ সমাজকে মাদকমুক্ত ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি আদর্শ অনুসরণ করে দেশের উন্নয়নে কাজ করতে হবে। সারাদেশের মধ্যে সাঁথিয়া যুবলীগে সম্মেলন হচ্ছে ব্যতিক্রম। সম্মেলনের আগেই সকল প্রার্থীদেরকে ডোপ টেস্ট করানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাদক মুক্ত সংগঠন উপহার দিতেই এই ডোপ টেস্ট করা হয়েছে।

একে জামান/এমবিআর/পিআর