হাসপাতালে নেয়ার পথে সাঁকো ভেঙে অসুস্থ নারীর মৃত্যু
টাঙ্গাইলে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে বাঁশের সাঁকো ভেঙে শোভা রানী রাথুত (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। মঙ্গলবার সকালে টাঙ্গাইল পৌর এলাকার জেলখানা সংলগ্ন হরিজন পল্লী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শোভা রানী রাথুত হরিজন পল্লীর সুভল লাল রাওয়ের স্ত্রী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে শোভা রানী রাথুত হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশীরা তাকে হাসপাতালে নেয়ার সময় জেলখানা সংলগ্ন হরিজন পল্লী এলাকার একটি বাঁশের সাঁকো ভেঙে খালে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শোভা রানীকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. নারায়ণ চন্দ্র সাহা ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরিফ উর রহমান টগর/এমবিআর/এমকেএইচ