লক্ষ্মীপুরে ডেঙ্গুতে ওষুধ ব্যবসায়ীর মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দিপক মজুমদার (৪০) নামে লক্ষ্মীপুরের এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানী ঢাকার গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত দীপক মজুমদার উপজেলার মান্দারী ইউনিয়নের বাসিন্দা গোপাল মজুমদারের ছেলে। তিনি স্থানীয় বাজারের ‘জয়দুর্গা মেডিকেল হল’ নামের একটি ফার্মেসিতে বাবার সঙ্গে ওষুধের ব্যবসা করতেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন দিপক মজুমদার। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর তাকে নোয়াখালী প্রাইম হসপিটালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে তাকে ঢাকার গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
এদিকে গত এক মাসে মান্দারী বাজারের অর্ধশতাধিক ব্যবসায়ী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এখন দিপকের মৃত্যুতে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মান্দারী বাজার বণিক সমিতির সভাপতি সামছুদ্দিন সাজু জানান, গত এক মাসে অর্ধশতাধিক ব্যবসায়ী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার খবর পেয়েছি। এডিস মশা নিধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
কাজল কায়েস/এমবিআর/পিআর