দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
দক্ষিণ আফ্রিকার জোহার্নেসবাগে নোয়াখালীর মাসুদ নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। মাসদু নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের দেবকালা গ্রামের হাজী মফিজ উল্যার ছেলে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের দেবকালা গ্রামের হাজী মফিজ উল্যার তিন সন্তানের মধ্যে তৃতীয় মাসুদ। দীর্ঘ ১০-১২ ধরে দক্ষিণ আফ্রিকার জোহার্নেসবাগে ব্যবসা করে আসছেন তিনি। বুধবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টার দিকে দাবিকৃত চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে তার মৃত্যুর খবরটি ওইস্থানে বসবাসরত বাংলাদেশিরা গ্রামের বাড়িতে দুপুরে ফোন করে জানালে মাসুদের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। সন্তানের অকাল এ মৃত্যুর সংবাদের মাসুদের মা-বা বার বার জ্ঞান হারিয়ে ফেলছেন।
তারা আরো জানায়, মাসুদের স্ত্রী ও এক সন্তান রয়েছে। সর্বশেষ সে গত বছর রমজানের ঈদ পরিবারের সকলের সঙ্গে গ্রামের বাড়িতে করে আবার দক্ষিণ আফ্রিকায় চলে যায়।
মিজানুর রহমান/ এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ