বাগেরহাটে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
বাগেরহাটে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বাগেরহাট সদর উপজেলার খানপুর হাফিজিয়া মাদরাসার পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
ওই দুই শিশু হলো খানপুর হাফেজিয়া মাদরাসার শিক্ষক হাফেজ আশিকুর রহমানের মেয়ে মিম (৭) ও তার খালাতো বোন খুলনার রবিউল ইসলামের মেয়ে লুবনা আক্তার (৯)।
খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন জানান, খানপুর হাফিজিয়া মাদরাসা শিক্ষক হাফেজ আশিকুর রহমানের বাড়ি খুলনা জেলার রূপসা উপজেলায়। তিনি পরিবার নিয়ে খানপুর মাদরাসাতেই বসবাস করেন। শুক্রবার দুপুরে তার মেয়ে মিম এবং তার বাড়িতে বেড়াতে আসা মিমের খালাতো বোন লুবনা পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। মাদরাসা শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
শওকত আলী বাবু/এমবিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
- ২ টেকনাফের সীমান্তবর্তী চিংড়ি ঘের থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- ৩ শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ম্যারাথন
- ৪ কুড়িগ্রামে চরের দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ
- ৫ মাদককে না বলে মাগুরায় ৪ শতাধিক প্রতিযোগীর মিনি ম্যারাথন