ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যুদ্ধের সময় ফেলে রাখা মর্টার শেল জীবননগরে উদ্ধার

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৭:৪২ পিএম, ০২ নভেম্বর ২০১৯

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময়ের একটি পরিত্যক্ত মর্টার শেল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উদ্ধারকৃত মর্টার শেলটি বর্তমানে পুলিশ পাহারায় ধোপাখালী গ্রামেই আছে।

জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের পশ্চিমপাড়ার নুরুউদ্দিন (৫৫) বসতভিটায় নতুন বাড়ি নির্মাণের জন্য শুক্রবার সন্ধ্যায় মাটি খোঁড়ার কাজ করছিলেন। এক পর্যায়ে পরিত্যক্ত মর্টার শেলটির দেখা মেলে। পুলিশ ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থলটি পুলিশ পাহারায় রাখা হয়েছে।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য আহসান হাবিব রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একটি বাড়ি নির্মাণের জন্য মাটি খোঁড়ার এক পর্যায়ে মর্টার শেলটি দেখা যায়। ধারণা করা হচ্ছে, শেলটি বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধের সময় ফেলে রাখা হয়। তবে মর্টার শেলটি নিষ্ক্রিয় কি না তা আপাতত বলা যাচ্ছে না।

জীবননগর থানা পুলিশের ওসি শেখ গনি মিয়া বলেন, মর্টার শেলটি পুরাতন এবং পরিত্যক্ত। মাটির অনেক নিচ থেকে উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান যুদ্ধের সময় মর্টার শেলটি সেখানে রাখা হয়। আমরা নিরাপত্তা বাহিনীর বিশেষজ্ঞ দলকে খবর দিয়েছি। তারা আসলেই জানা যাবে মর্টার শেলটি সক্রিয় কিনা। বর্তমানে মর্টার শেল পুলিশের বিশেষ পাহারায় রাখা হয়েছে।

সালাউদ্দীন কাজল/এমএএস/জেআইএম