ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এক হাজার কেজি জাটকা ফেলে পালিয়েছে কারা!

কুয়াকাটা (পটুয়াখালী) | প্রকাশিত: ০৭:২৮ পিএম, ০৩ নভেম্বর ২০১৯

পটুয়াখালীর কলাপাড়ার মৎস্য বন্দর মহিপুরে পরিত্যক্ত অবস্থায় প্রায় এক হাজার কেজি জাটকা জব্দ করেছে পুলিশ। রোববা বেলা ১১টার দিকে কুয়াকাটা নৌ-পুলিশ এসব জাটকা জব্দ করে। তবে কে এই জাটকার মালিক তা খুঁজে বের করতে পারেনি পুলিশ।

কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ কামরুল ইসলাম জানায়, স্থানীয় সংবাদের ভিত্তিতে মহিপুরের মেসার্স রজিন ফিসসহ বিভিন্ন আড়ৎ থেকে এসব জাটকা জব্দ করা হয়েছে।

Kuakata-news-jatka

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোচ কুমার সাহা ও মহিপুর থানা পুলিশের ওসি সোহেল আহম্মেদের উপস্থিতিতে ওইসব জাটকা বিভিন্ন এতিমখানা ও মাদরাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস জানান, জব্দ করা ওইসব জাটকা এতিখানা ও মাদরাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়েছে।

কাজী সাঈদ/এমএএস/জেআইএম