এক বছর ধরে তরুণীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
ফাইল ছবি
দিনাজপুরে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের দায়ে মো. সোহাগ রেজা (২৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দীন আহমদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সোহাগ রেজা দিনাজপুর শহরের দক্ষিণ বালুয়াডাঙ্গার মোহসিন আলীর ছেলে।
মামলার নথি থকে জানা যায়, বিয়ের প্রলোভন দিয়ে দিনাজপুর শহরের এক তরুণীকে ২০১০ সালের ২১ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৪ জুন পর্যন্ত ধর্ষণ করে সোহাগ রেজা। পরে বিয়ে না করায় ধর্ষণের শিকার তরুণী নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি মেহবুব হাসান চৌধুরী লিটন ও আসামিপক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ ইছাহক।
এমদাদুল হক মিলন/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- ২ কলমাকান্দায় ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের পর এবার ইউএনওকে বদলি
- ৩ ধামরাইয়ে বেড়াতে যাওয়া নারীকে ‘ধর্ষণকাণ্ড’, যা জানা গেলো
- ৪ ধানের শীষকে হারিয়ে তারেক রহমানকে বিজয় উপহার দিতে চান শেখ মজিবুর
- ৫ আমি হাঁস চেয়েছিলাম, আল্লাহর রহমতে পেয়েছি: রুমিন ফারহানা