ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৬ বছরের শিশুর সঙ্গে এ কেমন নিষ্ঠুরতা

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৮:৩২ এএম, ০৮ নভেম্বর ২০১৯

বরগুনার বেতাগী উপজেলায় তামিমা নামে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মোকামিয়া ইউনিয়নের মাছুয়া গ্রামের একটি ডোবা থেকে উলঙ্গ অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

এ সময় মরদেহের যৌনাঙ্গে একটি লাঠি পেয়েছে পুলিশ। এছাড়াও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত তামিমা বরগুনার বেতাগী উপজেলার মাছুয়া গ্রামের মো. শহিদুল ইসলামের মেয়ে এবং মোকামিয়া মাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় সাব্বির নামে একজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

তামিমার মামা রুহুল আমিন বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও স্কুলে যায় তামিমা। দুপুর ১২টায় স্কুল ছুটির পর তামিমা স্কুল থেকে বাড়ির দিকে রওনা হয়। এরপর বিকেল পর্যন্ত বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুজি শেষে মাইকিং করা হয়। পরে বিকেল ৫টার দিকে মাছুয়া গ্রামের পরিত্যাক্ত একটি বাগানের পুকুর থেকে তামিমার মরদেহের সন্ধান পাই আমরা। খবর পেয়ে পুলিশ এসে তামিমার মরদেহ উদ্ধার করে।

তামিমার মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী বেতাগী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) গৌতম বলেন, মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও তার যৌনাঙ্গে ছয় ইঞ্চি দৈর্ঘের একটি লাঠি পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের সময় পরনে জামা থাকলেও পাজামা ছিলো না। তামিমার বইপত্র পুকুরের পাশে পাওয়া গেছে বলেও জানান তিনি।

এদিকে তামিমার মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ।

এ বিষয়ে বেতাগী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, তামিমার মরদেহ উদ্ধারের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ইতোমধ্যেই তামিমার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় সাব্বির নামে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সাইফুল ইসলাম মিরাজ/আরএআর/এমকেএইচ