ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রংপুরে আল্লাহর দলের আঞ্চলিক নায়েক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ০৮ নভেম্বর ২০১৯

 

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর আঞ্চলিক নায়েক সমমর্যাদার সক্রিয় জঙ্গি আশরাফুজ্জামান পিয়ালকে (৩২) গ্রেফতার করেছে রংপুর র‌্যাব-১৩।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার রাতে রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন জাহাজ কোম্পানির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পিয়াল নগরীর নিয়ামত পান্ডার দিঘি গ্রামের আকতারুজ্জামানের ছেলে।

শুক্রবার সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা খন্দকার গোলাম মোর্ত্তূজা।

তিনি জানান, গ্রেফতারকৃত জঙ্গি জানায় যে তিনি ২০০২ সাল থেকে জঙ্গি সংগঠনের জন্য চাঁদা প্রদান ও সংগ্রহ, নিয়মিত গোপন বৈঠকে অংশগ্রহণ এবং সংগঠনের জন্য সদস্য সংগ্রহের দায়িত্ব পালন করতেন।

গ্রেফতারকৃত জঙ্গির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে তার সহযোগী অন্য জঙ্গিদের ব্যাপারে র‌্যাবের অনুসন্ধান চলমান রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জিতু কবীর/এমএএস/এমএস

বিজ্ঞাপন