সৌদিতে নেত্রকোণার এক নারীর মৃত্যু
সৌদি আরবে পদদলিত হওয়ার ঘটনায় রওশনারা রিনা (৫৮) নামের নেত্রকোণা জেলার এক নারীর মৃত্যু হয়েছে। এর আগে বৃহস্পতিবার মিনায় শয়তানকে লক্ষ্য করে কংকর নিক্ষেপ করার সময় পদদলিত হয়ে শওকত খান (৬৫) ও তার স্ত্রী রওশনারা আহত হন।
পরে তাদের সৌদির একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রওশনারা রিনা মারা যান। তার বাড়ি জেলার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের হাসনপুর গ্রামে।
এ খবর রোববার রাতে নিহতের গ্রামের বাড়িতে পৌঁছলে কান্নার রোল পড়ে যায়। পরিবারের সদস্য আব্দুল লতিফ খান হাজি রৌশনারার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
কামাল হোসাইন/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুমিল্লায় প্রতীক বরাদ্দের দিনই শোডাউন, প্রার্থীকে জরিমানা
- ২ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ৩ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৪ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৫ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার