ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে সাতক্ষীরায়ও বাস বন্ধ

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০২:৩৬ পিএম, ১৮ নভেম্বর ২০১৯

সাতক্ষীরার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন চালকরা। নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে ধর্মঘট শুরু করেন তারা।

পরিবহন শ্রমিক নেতাদের দাবি, আইন সংশোধনের পর এটি বাস্তবায়ন করা হোক। এটা না করা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।

এদিকে, পূর্ব ঘোষণা ছাড়াই চালকরা ধর্মঘট করায় চরম ভোগান্তিতে পড়েছেন জেলার সাধারণ যাত্রীরা। তারা অতিরিক্ত ভাড়া দিয়ে নছিমন, করিমন ও ইজিবাইকে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। বাসচালকসহ মটর শ্রমিক নেতারা জানান, সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে নতুন আইনে চালকদের মৃত্যুদণ্ড এবং আহত হলে ৫ লাখ টাকা জরিমানা দিতে হবে। আমাদের এত টাকা দেয়ার সামর্থ্য নেই। একজন চালকের পক্ষে ৫ লাখ টাকা জরিমানা দেয়া আদৌ সম্ভব নয়। কারণ একজন চালকের বেতন সর্বোচ্চ ১৫-২০ হাজার টাকা। এ কারণেই নতুন পরিবহন আইন সংশোধনের পর এটি বাস্তবায়ন করা প্রয়োজন।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ জানান, নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে শ্রমিকরা বাস চালানো বন্ধ করে দিয়েছে। তারা চান আগে এটি সংশোধন, তারপর বাস্তবায়ন করা হোক। শ্রমিকরা বাস চালানো বন্ধ করে দিলে মালিক পক্ষের কিছুই করার থাকে না।

আকরামুল ইসলাম/এমএমজেড/এমকেএইচ