ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যুদ্ধাপরাধ মামলার বাদী হওয়ায় মুক্তিযোদ্ধাকে মারধর

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১৮ নভেম্বর ২০১৯

নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একটি যুদ্ধাপরাধ মামলার বাদী উপজেলা সদরের মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরকে মারধর করেছেন দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে শনিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা সদরের মঙ্গলবাড়িয়া বাজারে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুল কাদির সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বারহা গ্রামের মৃত মক্রম আলীর ছেলে আব্দুল করিম, আব্দুল আলী ও একই গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে আব্দুল মজিদের বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগে মুক্তিযোদ্ধা আব্দুল কাদির উল্লেখ করেছেন, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির একটি যুদ্ধাপরাধ মামলার বাদী হওয়ার কারণে বারহা গ্রামের আব্দুল করিম, আব্দুল আলী ও আব্দুল মজিদ ওই মামলার কোনো আসামির পক্ষ নিয়ে আমার ওপর হামলা চালায়। একই সঙ্গে আমাকে মারধর করে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা চালায় তারা। পরে আমাকে আহত অবস্থায় উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

এ ব্যাপারে পূর্বধলা থানা পুলিশের ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, মুক্তিযোদ্ধাকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কামাল হোসাইন/এএম/জেআইএম