শেরপুরে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে পৃথক দুইটি স্থান থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) মর্গে পাঠিয়েছে।
শেরপুর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম হোসেন জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর বাজার ও ধনকুন্ঠি এলাকা থেকে পুলিশ অজ্ঞাত এই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতদের একজন বাসের ধাক্কায় ও অপরজন যাত্রীবাহী বাসের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই কেবল তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
লিমন বাসার/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খালেদা জিয়া আপস করলে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন: খোকন
- ২ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই কমিশনের বড় চ্যালেঞ্জ: জোনায়েদ সাকি
- ৩ মমেক হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে চিকিৎসকের তর্ক
- ৪ কুষ্টিয়ার বিষাক্ত অ্যালকোহল পানে কলেজছাত্রের মৃত্যু
- ৫ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুলের মরদেহ ফিরিয়ে দিলো ভারত