ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

‘আমি এমপি মানিক বলছি’ কল থেকে সতর্ক থাকার আহ্বান

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৭:২২ পিএম, ২৪ নভেম্বর ২০১৯

সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিকের পরিচয় দিয়ে সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবিল আয়ামের মোবাইল নম্বরে কল করে আর্থিক সহযোগিতা চাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে ০১৪০৫১৬১৯৩৩ নম্বর থেকে কল করে নির্বাহী প্রকৌশলীকে বলা হয়, ‘আমি এমপি মানিক বলছি। মুজিববর্ষ উপলক্ষে আমরা একটি ম্যাগাজিন বের করতে যাচ্ছি; এতে আপনার আর্থিক সহযোগিতা প্রয়োজন।’

এসময় নির্বাহী প্রকৌশলী আবিল আয়ামের সন্দেহ হলে তিনি এমপি মানিকের ব্যক্তিগত সহকারী মোশাহিদ আলীর সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি জানান এসব ভুয়া।

এছাড়া সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে একইভাবে চাঁদা দাবি করছে প্রতারক চক্রটি। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এমপি মুহিবুর রহমান মানিক।

মোসাইদ রাহাত/এমএএস/জেআইএম