পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি নিহত
প্রতীকী ছবি
সুনামগঞ্জের ছাতকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ লকন্দর আলী (৩৪) নামে যুবক নিহত হয়েছেন। রোববার (২৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাওঁ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে- নিহত লকন্দর আলী কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে থানায় ১২টি ডাকাতি মামলা রয়েছে। লকন্দর সিংচাপইর ইউনিয়নের জিয়াপুর-হবিপুর গ্রামের কলমদর আলীর ছেলে।
ছাতক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ২টার দিকে ভূইগাও এলাকায় অভিযানে গেলে ডাকাত দল পুলিশের অবস্থান বুঝতে পেরে গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত সর্দার লকন্দর আলী নিহত হন। তার বিরুদ্ধে ১২টি ডাকাতি মামলা রয়েছে।
মোসাইদ রাহাত/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিন্ডিকেটের বাধায় দুই দফা অ্যাম্বুলেন্স আটকা, পথেই মারা গেল রোগী
- ২ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ৩ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৪ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৫ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে