কৃষকের টাকায় বাঁধ পরিদর্শন পাউবো কর্মকর্তার
ফাইল ছবি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় কৃষকের টাকায় কাইল্যানী হাওরের (শাহপুরের জাঙ্গাল) ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক কর্মকর্তা। বুধবার দুপুরে উপ-সহকারী প্রকৌশলী (পওর-২) মাহমুদুল ইসলামের এ কাজে স্থানীয় কৃষকদের মধ্যে চাপা ক্ষোভ দেখা দিয়েছে।
জানা গেছে, কাইল্যানী হাওর থেকে পানি না নামায় স্থানীয় কৃষকরা জমিতে বীজ বুনতে পারছেন না। এ অবস্থায় শাহপুরের জাঙ্গাল (বেড়িবাঁধের যে ভাঙা অংশ দিয়ে হাওরে পানি ঢোকে তাকে ক্লোজার বলা হয়। স্থানীয়দের কাছে এটি জাঙ্গাল নামে পরিচিত) কেটে পানি নিষ্কাশনের জন্য কৃষক শাহজাহান মিয়া কয়েক দিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি লিখিতভাবে জানান। কিন্তু এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
এরই মধ্যে বুধবার সকালে পাউবোর উপ-সহকারী প্রকৌশলী (পওর-২) মাহমুদুল ইসলাম উপজেলার মধ্যনগর বাজারে গেলে কাইল্যানী হাওরের কৃষকরা তাকে শাহপুরের জাঙ্গাল পরিদর্শনের অনুরোধ করেন। প্রথমে তিনি সময় নেই জানালেও পরবর্তীতে কৃষদের অনুরোধে রাজি হন। কিন্তু শর্তজুড়ে দেন কৃষকদের স্পিডবোটের ব্যবস্থা করতে হবে। আর্থিক সামর্থ্য না থাকায় কৃষকরা বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্নাকে জানান। পরে একটি স্পিডবোটের ব্যবস্থা করা হলে মাহমুদুল ইসলাম জাঙ্গাল পরির্দশনে যান।
কৃষক শাহজাহান মিয়া জানান, স্পিডবোটে জাঙ্গাল পরিদর্শন করেন পাউবো কর্মকর্তা। সেই স্পিডবোটের ভাড়া দিতে হয়েছে কৃষকদের। অনেক কষ্ট করে এই টাকা জোগাড় করতে হয়েছে।
ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না বলেন, শাহপুরের জাঙ্গাল না কেটে দিলে কৃষকরা জমিতে বীজ বুনতে পারবে না। জাঙ্গাল কেটে দিয়ে পানি নিষ্কাশনের জন্য শাহজাহান নামে এক কৃষক ইউএনও বরাবর আবেদন করেন। পাউবোর কর্মকর্তা মাহমুদুল ইসলাম জাঙ্গাল পরিদর্শনের জন্য কৃষকদের কাছে স্পিডবোটের ব্যবস্থা করতে বলায় তারা বিষয়টি আমাকে জানিয়েছিল।’
প্রকৌশলী মাহমুদুল ইসলাম বলেন, ‘জায়গাটি কাটা যাবে কি-না তা দেখতে ইউএনও স্যার ফোনে আমাকে বলেছেন। পানি নিষ্কাশনের জন্য জায়গাটি প্রতি বছর কাটতে হয়। সেখানে ট্রলারে গেলে দু-তিন ঘণ্টা সময় লাগতো। আমি সঙ্গে টাকা নিয়ে যাইনি। তাই কৃষকদের বলেছি স্পিডবোটের ব্যবস্থা করতে। তারা ভাউচার দিলে আমি বিল দিয়ে দেব।’
মোসাইদ রাহাত/এমএমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিন্ডিকেটের বাধায় দুই দফা অ্যাম্বুলেন্স আটকা, পথেই মারা গেল রোগী
- ২ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ৩ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৪ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৫ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে