ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে চারটি পিস্তলসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৯ নভেম্বর ২০১৯

ঝিনাইদহের কালীগঞ্জে ৪টি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলিসহ জোয়েব হোসেন সাকির (৪২) নামে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

শুক্রবার (২৯ নভেম্বর) ভোর রাতে উপজেলার মিঠাপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাকিরের বাড়ি যশোর জেলার কোতয়ালী থানার বারান্দিপাড়া এলাকায়। বাবার নাম আব্দুল আউয়াল।

র‌্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, অবৈধ অস্ত্র বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর এলাকায় অভিযান চালিয়ে জোয়েব হোসেন সাকির নামে একজনকে গ্রেফতার করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। পরে তার কাছে থাকা ব্যাগ থেকে ৪টি অত্যাধুনিক বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, সাকির দীর্ঘদিন ধরে ইজি বাইকের ব্যাটারির ব্যবসার পাশাপাশি অস্ত্র বেচা-কেনা করে আসছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এমএমজেড/এমএস