বেনাপোলে অস্ত্রসহ সন্ত্রাসী আটক
প্রতীকী ছবি
যশোরের বেনাপোল সোনালী ব্যাংকের সামনে থেকে ১১ লাখ টাকা ছিনতাই মামলার আসামি হাফিজুরকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে পিস্তল, গুলি, ম্যাগাজিন ও ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকালে বেনাপোলের কাগজপুকুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক হাফিজুর বেনাপোলের দক্ষিণ কাগজপুকুর গ্রামের আব্দুর রবের ছেলে।
যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- বেনাপোলের কাগজপুকুর গ্রামে কয়েকজন সন্ত্রাসী অস্ত্র নিয়ে অবস্থান করছে। পরে বিকালের দিকে কাগজপুকুর গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে গেলেও কুখ্যাত সন্ত্রাসী হাফিজুর রহমানকে আটক করা হয়।
এরপর তার কাছ থেকে একটি পিস্তল, সাত রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বেনাপোল ও শার্শা থানায় একাধিক সন্ত্রাসী ঘটনায় মামলা রয়েছে।
বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক হাফিজুরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে। মামলা নং-৭৯ তারিখ ২৯/০৯/১৫। বুধবার তাকে যশোর আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল বেনাপোল সোনালী ব্যাংকের সামনে থেকে বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স রাতুল এন্টারপ্রাইজের কাস্টমমের অ্যাসেসমেন্ট নোটিশসহ সরকারি রাজস্ব খাতে জমা দেয়ার নগদ ১১ লাখ টাকাসহ এবি ব্যাংকের একটি চেক লুট করে নিয়ে যায় সন্ত্রাসী হাফিজুর বাহিনী। লুটের টাকা উদ্ধারের দাবিতে বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করলেও সে টাকা আজো উদ্ধার করা যায়নি।
আর সে ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলা দায়েরের দীর্ঘদিন পরও পুলিশ টাকা উদ্ধার এবং আসামিদের আটক করতে পারেনি। পরে মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জামাল হোসেন/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান