৫ মাস ধরে গাড়ি নষ্ট, শিক্ষার্থীদের ভোগান্তি
সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের একমাত্র গাড়িটি পাঁচ মাস ধরে অকেজো
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের একমাত্র গাড়িটি পাঁচ মাস ধরে অকেজো হয়ে আছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।
বিশেষ করে বাগেরহাট সদরের বারুইপাড়া, সুতাল, আড়পাড়া, কুরশাইল, পার কুরশাইল ও উজলপুর এলাকার শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছেন। কারণ গাড়ির অভাবে সময়মতো কলেজে আসতে পারছেন না তারা।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র গাড়িটি অকেজো হয়ে আছে। এ অবস্থায় সময়মতো কলেজে যেতে পারছেন না তারা। গাড়ি অকেজো হওয়ায় প্রতিদিন ৮০-১০০ টাকা খরচ হয় শিক্ষার্থীদের। অনেকেই প্রতিদিন যাতায়াতের খরচের অভাবে কলেজে যান না।
শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, কলেজটি যখন বেসরকারি ছিল তখন এ ধরনের সমস্যা ছিল না। বেসরকারি থাকা অবস্থায় ছোটখাটো সব সমস্যা সমাধান করতো কলেজ কর্তৃপক্ষ। কিন্তু সরকারি হওয়ার পর ছোটখাটো সমস্যা তো দূরের কথা শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র গাড়ি দীর্ঘ পাঁচ মাস অকেজো হয়ে থাকলেও মেরামতের উদ্যোগ নেই কর্তৃপক্ষের।
এ বিষয়ে কলেজের শিক্ষক প্রতিনিধি মনোতোষ রায় বলেন, গাড়িটি প্রায় ৪-৫ মাস ধরে অকেজো হয়ে আছে। কলেজ ফান্ডে অতিরিক্ত টাকা না থাকায় গাড়িটি মেরামত করা যাচ্ছে না। তবে দ্রুত মেরামত করা হবে।
শওকত আলী বাবু/এএম/এমকেএইচ