ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে বোমাসদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৯

মেহেরপুরে সার্কিট যুক্ত বোমাসদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ। শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সামনে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বাজারের ব্যাগে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ওই বস্তুটি পড়েছিল। 

বিষয়টি নজরে এলে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে ঘটনাস্থলে আসে পুলিশের একাধিক দল। এ সময় সেখান থেকে আনছারুল ইসলাম (আলকায়দা) নামের একটি সংগঠনের হাতে লেখা চিরকুটও উদ্ধার করা হয়। 

জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান, আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে কেউ ব্যাগটি রেখে যেতে পারে। ধারণা করা হচ্ছে, এটি বড় ধরনের কিছু নয়। তারপরও র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে। তারা এলে বোঝা যাবে বস্তুটি আসলে কী। 

চিরকুটের বিষয়ে তিনি বলেন, এটি হাতে লেখা একটি চিঠি। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। 

আসিফ ইকবাল/এমএমজেড/এমকেএইচ