সিরাজগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু
সিরাজগঞ্জের সলঙ্গায় বিদ্যুতের তারে জড়িয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত অনিমেষ ভৌমিক (২২) সলঙ্গা থানার ভুইয়াগাতী তালুকদারপাড়া গ্রামের নুকুল ভৌমিকের ছেলে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির উত্তর পাশে মুরগির খামারে বিদ্যুতের সংযোগ স্থাপনের সময় অনিমেষ তারে জড়িয়ে যান। পরে স্থানীয়রা অনিমেষকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অনিমেষের দুই হাত ও দুই পায়ের তালুসহ পেটের চামড়া পুড়ে গেছে।
সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফিজুল ইসলাম জানান, ঘটনাটি তিনি শুনেছি। তবে এ ব্যাপারে থানায় এখন কেউ অভিযোগ করেনি।
বাদল ভৌমিক/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ