শেরপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বগডুবি ব্রিজের উত্তর প্রান্তে বাস-ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বন্ধঘাটপাড়া গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী মন্ডা বিবি (৪৫) এবং তার ছেলে ওসমান আলীর মেয়ে উর্মি বেগম (৪)। আহতরা হলেন, একই গ্রামের জুঁই এবং সালমা।
ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিপ্লব কুমার বিশ্বাস জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বন্ধঘাটপাড়া থেকে ইজিবাইকে করে হতাহতরা বনগাঁচতল গ্রামে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে বগডুবি ব্রিজের উত্তর প্রান্তে পৌঁছালে শেরপুর থেকে ঝিনাইগাতীগামী বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মন্ডা বিবি ও উর্মি বেগম মারা যান। এরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন বলে ওসি জানিয়েছেন।
হাকিম বাবুল/এসএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি