জীবিত কবর দেয়া সাতজনকে শহীদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি দাবি
জীবিত কবর দেয়া ব্যক্তিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতির দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শহীদ পরিবারের আয়োজনে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের মধ্যে গণকবরের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, তরফদার ফরিদুল ইসলাম, জুলহাস সিকদার, আব্দুর রহিম, তরফদার রেজাউল ইসলাম ও সাজ্জাদ হোসেন টিপু।
এতে বক্তরা বলেন, মুক্তিযুদ্ধের সময় সদর উপজেলার তুলারামপুর গ্রামের মুক্তিকামী আটজনকে ধরে নিয়ে অমানুষিক নির্যাতন করে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের মধ্যে জীবিত কবর দেয় পাকিস্তানি হানাদার বাহিনী। এদের মধ্যে শুধু রফিকুল ইসলাম তরফদারকে শহীদের স্বীকৃতি দেয়া হয়। কিন্তু স্বাধীনতার ৪৮ বছরেও ওসব শহীদের নাম শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকায় স্থান পায়নি। অবিলম্বে ওসব শহীদের নাম শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানাই। মানববন্ধনে শহীদ পরিবারের আত্মীয়-স্বজনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
হাফিজুল নিলু/এএম/এমএস