ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

২১ দিন পর বোন জানলেন স্বামী হত্যায় জড়িত ভাই

ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৯

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় জামাল মিয়া হত্যায় তার শ্যালক ফরহাদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ আদালতে চালান দিয়ে তার সাতদিন রিমান্ড চেয়েছে পুলিশ। গ্রেফতার ফরহাদ উপজেলার শ্রীনগর এলাকার বাউসমারা গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

গত ২ ডিসেম্বর কিশোরগঞ্জের পুলিশ সুপারের কাছে ফরহাদকে অভিযুক্ত করে অভিযোগ দেন নিহত জামালের স্ত্রী বিলকিস বেগম। অভিযোগে তিনি উল্লেখ করেন স্বামীকে বাসা থেকে ডেকে কাউকে দিয়ে হত্যা করিয়েছেন ভাই ফরহাদ।

পুলিশ জানায়, ভৈরব উপজেলার বাউসমারা গ্রামের শ্রমিক জামাল মিয়া গত ৯ নভেম্বর রাতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন বিকেলে তার মরদেহ রঘুনাথপুর এলাকায় পাওয়া যায়। এ ঘটনায় স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে ১০ নভেম্বর থানায় অজ্ঞাতদের নামে মামলা করেন। ২১ দিন পর জানতে পারেন চাচাতো ভাই ফরহাদ তার স্বামী হত্যায় জড়িত।

মামলার তদন্ত কর্মকর্তা বাহালুল খাঁন বাহারকে বিষয়টি জানালেও ফরহাদকে গ্রেফতার করা হয়নি। পরে পুলিশ সুপারের কাছে অভিযোগ দিলে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, দুলাভাই জামালকে হত্যায় সন্দেহভাজন হিসেবে শ্যালক ফরহাদকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার সাতদিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

আসাদুজ্জামান ফারুক/এএম/এমএস