ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পেঁয়াজের কেজি ৬০ টাকা

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৬:০২ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯

সারাদেশে পেঁয়াজের দাম নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে যাওয়ার পর অবশেষে নতুন পেঁয়াজ বাজারে আসায় দাম কমল। বর্তমানে সর্বনিম্ন ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

সারাদেশের মতো গত দুই মাস পিরোজপুরেও পেঁয়াজের দাম ছিল আকাশছোঁয়া। পেঁয়াজের দামে নাভিশ্বাস উঠেছিল মানুষের। কিন্তু বর্তমানে পেঁয়াজের দাম অনেকটা স্বাভাবিক হয়েছে। এতে খুশি ক্রেতারা।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বাজার কমিটির সভাপতি মো. শামসুল আলম বলেন, দেশি পেঁয়াজ বাজারে আসায় দাম কমেছে। সেই সঙ্গে টিসিবি ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রির প্রভাব পড়েছে বাজারে। এজন্য দাম কমেছে পেঁয়াজের।

PIROJPUR-PIAGE

পেঁয়াজের আড়তদাররা জানিয়েছেন, স্থানীয় চাষিরা নতুন পেঁয়াজ নিয়ে বাজারে আসায় হু হু করে দাম কমে গেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ৬০-৭০ টাকা কেজিতে বিক্রি হয়েছে পেঁয়াজ। যার কেজি গত সপ্তাহে ৮০-৯০ টাকা ছিল।

পেঁয়াজের খুচরা বিক্রেতারা জানান, বর্তমানে দেশি নতুন পেঁয়াজের কেজি ৮০-৯০ টাকা। বার্মার পেঁয়াজের কেজি ৬০ এবং মিসরীয় পেঁয়াজের কেজি ৯০ টাকায় বিক্রি হয়।

PIROJPUR-PIAGE-1

স্থানীয় পেঁয়াজ ক্রেতা মনিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর হলেও পেঁয়াজের দাম কমায় স্বস্তির নিশ্বাস ফেলছে মানুষ। নতুন পেঁয়াজ বাজারে আসায় দাম কমল। সামনে আরও কমবে পেঁয়াজের দাম।

এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সঞ্জিত চাকমা বলেন, কেউ যাতে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করতে না পারে সেজন্য আমরা সার্বক্ষণিক বাজার মনিটরিং করছি।

এএম/পিআর