ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভাতিজার শাবলের আঘাতে মারা গেলেন চাচা

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কয়া গ্রামে ভাতিজার শাবলের আঘাতে চাচা ইসরাফিল হোসেনের (৩৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ভাতিজা মিলনকে আটক করেছে পুলিশ। নিহত ইসরাফিল হোসেন কয়া গ্রামের মসিজদ পাড়ার ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা ইসরাফিলের সঙ্গে বিবাদে জড়ান ভাতিজা মিলন। একপর্যায়ে ঘর থেকে শাবল বের করে চাচার মাথায় আঘাত করেন ভাতিজা। পরে চাচা ইসরাফিলকে যশোর হাসপাতালে নেয়া হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় ভাতিজা মিলনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সালাউদ্দীন কাজল/এএম/এমকেএইচ