ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মা-বাবা ব্যস্ত কাজে, মেয়ে পড়ে গেল পুকুরে

কলাপাড়া (পটুয়াখালী) | প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯

পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরে ডুবে তানহা নামে দেড় বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মধুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তানহা ওই গ্রামের হেলাল হাওলাদারের মেয়ে।

স্থানীয়রা জানান, আজ সকালে মা তানিয়া বেগম এবং বাবা হেলাল হাওলাদার গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তানহা সবার অগোচরে খেলতে খেলতে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়।

তারা আরও জানান, পরে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তানহাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।

কুয়াকাটায় অজ্ঞাত বৃদ্ধের মরদেহ

এদিকে কুয়াকাটা সমুদ্র সৈকতের আন্ধার মানিক নদীর মোহনা সংলগ্ন লেম্বুরচর এলাকা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের জানায়। খবর পেয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মেদ সেখানে এসে মরদেহটি উদ্ধার করেন।

মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানান, লেম্বুর চরের মাছ ফ্রাইয়ের ব্যবসায়ীরা জানিয়েছেন বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত কয়েকদিন যাবত সৈকতে ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

কাজী সাঈদ/এমএমজেড/পিআর