নবীনগরে নারীকে পিটিয়ে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিলুফা বেগম (৪৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে নিহতের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নিলুফা বেগম উপজেলার কুড়িঘর গ্রামের মো. কদর আলীর স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, জমি-জমা নিয়ে কদর আলীর সঙ্গে তার চাচাতো ভাই মো. কাশেম মিয়ার বিরোধ চলছিল। আর এ বিরোধের জের ধরে বুধবার রাতে কদর আলীর ভাতিজা আক্তার ও সান্টু সঙ্গে নিলুফা বেগমের বাকবিতণ্ডা হয়। এ নিয়ে বৃহস্পতিবার সকালে নিলুফা বেগমকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে তারা। পরে আহত অবস্থায় নিলুফা বেগমকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জাগো নিউজকে জানান, নিহতের মরদেহে আমরা আঘাতের কোনো চিহ্ন পাইনি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি