দেবরের হাতে ভাবি খুন
প্রতীকী ছবি
বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জের ধরে মুন্সিগঞ্জে দেবরের রডের আঘাতে পারুল আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (২২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের বাশিরা গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নিহতের বাবা আকবর হোসেন বাদী হয়ে ঘাতক দেবর আলামিন হাওলাদার, মা মঞ্জুরা বেগম, স্ত্রী সাদেকা ও বোন আছিয়াকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জের ধরে সকালে পারুলের মাথায় শাবল দিয়ে মাথায় আঘাত করে দেবর আলামিন। প্রথমে তাকে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মৃত্যু হয় তার।
তিনি আরও জানান আজ (সোমবার) দুপুর ১টার দিকে মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ভবতোষ চৌধুরী নুপুর/এমএমজেড/এমকেএইচ