ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভৈরবে ভ্যানচালক হত্যার তিনদিন পর মামলা

ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৯

ভৈরবে ভ্যানচালক দুলাল মিয়া হত্যার তিনদিন পর ২৬ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে এ মামলা করা হয়। নিহতের ভাই তারা মিয়া বাদী হয়ে মামলাটি করেছেন। শ্রীনগর এলাকার আংগুর মিয়াকে এ মামলায় এক নম্বর আসামি করা হয়।

ভৈরব থানা পুলিশের ওসি মো. শাহিন বলেন, হত্যার ঘটনার তিনদিন পর মামলা করেছে পরিবার। মামলাটি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে মামলার এজাহারভুক্ত কোনো আসামিকে গ্রেফতার করা যায়নি।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে ভৈরবের শ্রীনগর এলাকায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ভ্যানচালক দুলাল মিয়া আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মারা যান। রোববার (২২ ডিসেম্বর) তার মরদেহ দাফন করা হয়। মঙ্গলবার এ ঘটনায় মামলা করা হয়।

আসাদুজ্জামান ফারুক/এএম/এমকেএইচ