ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার ৩ যাত্রী নিহত

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৯

নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার উৎরাইল বাজার এলাকায় শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বিশ্বনাথপুর গ্রামের নূর ইসলামের স্ত্রী সেলিমা খাতুন (৪০), একই উপজেলার শিমুলতলী গ্রামের মৃত ঈমাম আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৪৫) ও ইদ্রপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে নুরু মিয়া (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকেলে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উৎরাইল বাজার এলাকায় একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সেলিমা খাতুন (৪০) নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত আব্দুল কুদ্দুস ও নুরু মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।

কামাল হোসাইন/এমবিআর/এমএস