মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন
রাজশাহীতে মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মেডিকেল কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে রাজশাহী কলেজ প্রাঙ্গন সংলগ্ন শহীদ মিনারের সামনে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, মেধাবী শিক্ষার্থীরা যাতে মেডিকেলে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত না হয় সেজন্য এই পরীক্ষার ফলাফল বাতিল করে নতুনভাবে পরীক্ষা নেয়া হোক। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
মানববন্ধনে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রায় শতাধিক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালের দিকে শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনের রাস্তায় জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।
শাহরিয়ার অনতু/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাসায় পুলিশের অভিযান, ছাদ থেকে লাফ দিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ২ ওসমান হাদির মৃত্যুতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট, যুবক গ্রেফতার
- ৩ হাদি হত্যা: রংপুরে প্রতিবাদী সমাবেশে বিএনপি-জামায়াত-এনসিপি
- ৪ সিলেটে ৪২২ চোরাই মোবাইল জব্দ, চক্রের মূল হোতাসহ আটক ৪
- ৫ নীলফামারীতে ইউপি চেয়ারম্যানসহ আ’লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার