ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘ধনী গরিব ভেদাভেদ ভুলে আমরা সমান সম্মানিত সকলে’

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৯

‘ধনী গরিব ভেদাভেদ ভুলে আমরা সমান সম্মানিত সকলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দলমত নির্বিশেষে বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে একটি সমিতির যাত্রা শুরু হয়েছে নড়াইলে। যার নাম ‘কামাল প্রতাপ কল্যাণ সমিতি’।

Narai2

শনিবার বেলা ১১টায় কামাল প্রতাপ কল্যাণ সমিতি ‘মিলন মেলা’র ব্যানারে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি শহরের শিল্পকলা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে নারী শিশু পুরুষের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নেচেগেয়ে আনন্দে মাতোয়ারায় দিনপার করেন সবাই।

Narai2

এ প্রসঙ্গে আয়োজক কমিটির সদস্য হিরন্ময় বিশ্বাস বলেন, আমরা ‘কামাল প্রতাপ’ গ্রামের অনেকে নড়াইল শহরে বাড়ি করে ও বাসা ভাড়ায় বসবাস করি। কিন্তু একে অপরের সাথে বা আমাদের ছেলে মেয়েদের সাথে পরিচয় নাই, কোনো সম্পর্ক নাই। কেউ কাউকে চেনে না। তাই সবাই সবাইকে চেনবে, বিপদে পাশে দাঁড়াবে, সেই লক্ষে এই উদ্যোগ। এখানে কোনো রাজনীতি থাকবে না। যে যে দল করুক না কেন, তাতে কিছু যাবে আসে যায় না। নড়াইলে বসবাসকারী কামাল প্রতাপ গ্রামের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ। এ উদ্দেশ্যে একটি স্মরণিকা ম্যাগাজিন বের করা হচ্ছে, যাতে থাকছে সব পরিবার ও সদস্যদের নাম-ঠিকানা, ছবি, মোবাইল নম্বর, যা দেখে সবাই সবার সাথে তাৎক্ষণিত ফোনে যোগাযোগ করে যে কোনো সমস্যার সমাধানে এগিয়ে আসতে পারবে।

হাফিজূল নিলু/জেডএ/এমকেএইচ