ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছাত্রলীগ নেতাকর্মীদের মাদকে না জড়ানোর আহ্বান এমপি শাওনের

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ০৪ জানুয়ারি ২০২০

ছাত্রলীগ নেতাকর্মীদের স্কুল-কলেজের সামনে ইভ টিজিং ও মাদকের সঙ্গে না জড়ানোর আহ্বান জানিয়েছেন ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শের কথা ছাত্রলীগের নেতাকর্মীদের মনে রাখতে হবে। প্রধানমন্ত্রী চান মেধাবী শিক্ষার্থীরাই হবে ছাত্রলীগের নেতা।

ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (০৪ জানুয়ারি) সকালে ভোলার লালমোহন উপজেলা ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি শাওন।

bhola

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে এমপি শাওন

লালমোহন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জাকির বিশ্বাসের সভাপতিত্বে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি বের করা হয়। র‍্যালি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছাত্রলীগের অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও কেক কাটা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জসিম ফরাজিসহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতা। এছাড়া ভোলার সাত উপজেলায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/এএম/এমকেএইচ