রাজশাহীতে পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন মেডিকেল কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। শনিবার দুপুরে শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনের রাস্তায় জড়ো হয় এবং পরে মানববন্ধন করে বিক্ষোভ প্রদর্শন করে।
বিক্ষোভ চলাকালীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের একটি অংশ বিক্ষোভকারীদের সঙ্গে এসে কর্মসূচিতে যোগ দেয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা, মেধাবি শিক্ষার্থীরা মেডিকেলে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত না করে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল বাতিল করে নতুন করে পরীক্ষা নেয়ার দাবি জানান। এসময় সকল ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে বেশ কিছু সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
শাহরিয়ার অনতু/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ