ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মোটরসাইকেলই কাল হলো তাদের

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ০৫ জানুয়ারি ২০২০

নড়াইলের লোহাগড়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছে। আহতদের লোহাগড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর যশোর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে কালনা-লোহাগড়া-নড়াইল সড়কের মধুমতি ইটভাটা এলাকায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামের রোমেন, বাঘারপাড়া উপজেলার ভিটাবল্লা গ্রামের মুজিবর রহমান ও বাদল, নড়াইল সদরের কাজী আশরাফ, যশোরের কাশিপুর এলাকার মেহেদী হাসান গুরুতর আহত হন। আহতদের প্রথমে লোহাগড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

Narail-Accident1

পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের যশোর সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকালে রোমেন মারা যান। লোহাগড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, আহত পাঁচজনের মধ্যে চারজনের অবস্থাই গুরুতর।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, আহতদের যশোর ও খুলনায় নেয়ার পথে একজন মারা যান। অন্যদের অবস্থা আশঙ্কাজনক। মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।

হাফিজুল নিলু/এমএআর/এমএস