স্কুল থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন বাবা-মেয়ে
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপর রাজারামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর ঝুন্ডিপাড়ার গোলাম রাব্বানী ও তার মেয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাদেকিনা রশ্নি।
চাঁপাইনবাবগঞ্জের ট্রাফিক পুলিশের সার্জেন্ট মনিরুল ইসলাম জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গোলাম রাব্বানী স্কুল থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার সময় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের উপর রাজারামপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে রাজশাহীগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে ঘটানাস্থলেই মারা যান তারা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল।
আব্দুল্লাহ/এফএ/পিআর