ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৮:১৩ পিএম, ০৮ জানুয়ারি ২০২০

ফরিদপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকেলে ফরিদপুর শহরের কমলাপুর বালুর মাঠ এলাকার বাসিন্দা মো. আব্দুল কালাম মোল্লার স্ত্রী সেলিনা পারভীন (৪৩) বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় এ মামলাটি করেন।

এতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কানসালটেন্ট (সার্জারি) ফজলুল হক শোভনকে আসামি করা হয়েছে। ফজলুল হক শোভন সরকারি চাকরির পাশাপাশি শহরের সৌদি-বাংলা প্রাইভেট হাসপাতালে প্র্যাকটিস করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সেলিনা পারভীনের এক মাত্র ছেলে সোহান ফেরদৌস (১৬) ফরিদপুর জিলা স্কুল থেকে চলতি বছর অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। গত ৪ ডিসেম্বর সে পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাকে শহরের সৌদি-বাংলা প্রাইভেট হাসপাতালে ফজলুর হক শোভনের কাছে নেয়া হয়। তিনি জানান- এটি অ্যাপেনডিক্সের ব্যথা এবং দ্রুত অস্ত্রোপচার করতে হবে। গত ৫ ডিসেম্বর বিকেলে তিনি অস্ত্রোপচার করেন। কিন্তু অস্ত্রোপচারে সোহান সুস্থ না হওয়ায় কোনো ব্যাখ্যা না দিয়ে নানা তালবাহনা করে সৌদি-বাংলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।

এজাহারে আরও বলা হয়, সোহানকে গত ২১ ডিসেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩১ ডিসেম্বর বিকেলে সোহান মারা যায়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকরা সোহানের কাগজপত্র পরীক্ষা করে জানান, সোহানের ভুল চিকিৎসা হয়েছে।

অভিযোগের বিষয়ে চিকিৎসক ফজলুল হক শোভন সাংবাদিকদের বলেন, সোহান অ্যাপেনডিক্সের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল। সে বিষয়ে চিকিৎসা করা হয়েছে। তখন তার শরীরে ক্যানসার বা অন্য কোনো উপসর্গ ছিল না।

তিনি বলেন, পরবর্তিতে কী হয়েছে তা আমি জানি না কিংবা সোহানের পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। আমার বিরুদ্ধে ভুল চিকিৎসা করার যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়।

চিকিৎসকের বিরুদ্ধে মামলার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন বলেন, এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বি কে সিকদার সজল/আরএআর/এমএস