ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধলেশ্বরীতে নিখোঁজ প্রকৌশলীর লাশ

জেলা প্রতিনিধি | মুন্সীগঞ্জ | প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ১০ জানুয়ারি ২০২০

নিখোঁজের চারদিনের মাথায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রকৌশলী মেহেদী হাসান জিসানের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার পুরান ভাষানচর গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জিসান রাজশাহীর বোয়ালিয়া থানার গোরহাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। একটি বেসরকারি কোম্পানির প্রকৌশলী জিসান ও লিখন সরকার গত ৬ জানুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে নিখোঁজ হন।

সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদউদ্দিন জানান, নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা সিরাজদিখান থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করলে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন। তার কপালে কাটা দাগের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া বাম পায়ের হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত ক্ষতবিক্ষত অবস্থায় ছিল।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/এমকেএইচ