পানছড়িতে ইউপিডিএফের বাজার বয়কট ও সড়ক অবরোধের ডাক
ফাইল ছবি
খাগড়াছড়িতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ’র কর্মী মহেন্দ্র ত্রিপুরা হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়িতে সড়ক অবরোধ ও বাজার বয়কটের ঘোষণা দিয়েছে ইউপিডিএফ।
শনিবার (১১ জানুয়ারি) সকালে ইউপিডিএফ‘র প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে সংগঠনটির পানছড়ি উপজেলা সংগঠক রুপায়ন চাকমা এ তথ্য জানান।
বিবৃতিতে জানানো হয় মহেন্দ্র ত্রিপুরাকে হত্যার প্রতিবাদে রোববার (১২ জানুয়ারি) পানছড়ি বাজার বয়কট ও সোমবার (১৩ জানুয়ারি) পানছড়িতে আধাবেলা সড়ক অবরোধের ডাক দেয়া হয়।
শুক্রবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ১০টায় পানছড়ির উল্টাছড়ির মরাটিলা নামক এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে মহেন্দ্র ত্রিপুরা (৩০) নিহত হয়। এসময় মহেন্দ্র ত্রিপুরার কাছ থেকে একটি পিস্তল উদ্ধারের কথা জানায় নিরাপত্তা বাহিনী। নিহত মহেন্দ্র ত্রিপুরা ওই এলাকার বাসিন্দা মিলন ভুষণ ত্রিপুরার ছেলে।
পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মুজিবুর রহমান ভুইয়া/এমএএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান