বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল যুবকের
লালমনিরহাট শহরের হাসপাতাল রোড এলাকায় বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় দয়াল চন্দ্র রায় (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দয়াল চন্দ্র লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাপটানা থেকে হেঁটে মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিলেন দয়াল চন্দ্র। এ সময় বালুবোঝাই একটি ট্রাক্টর পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়েছে।
রবিউল হাসান/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারী কর্মীদের ধাওয়া, প্রতিবাদ করায় জামায়াত নেতার ওপর হামলা
- ২ বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে টাকা দাবি, জিডি
- ৩ ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ
- ৪ ফরিদপুরে খেলা দেখা নিয়ে হোস্টেলে সিনিয়র-জুনিয়র মারামারি, আহত ৭
- ৫ মহিলা জামায়াতের ‘কোরআন ক্লাসে’ যুবদলের বাধা, উত্তেজনা