ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কাস্টমস ও সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্রসহ দুই প্রতারক আটক

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ১২:১০ পিএম, ১৭ জানুয়ারি ২০২০

বাংলাদেশ কাস্টমস ও বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্রসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার মধ্যরাতে শহরের মধ্যকাটিয়া লস্করপাড়া থেকে আটক করা হয়।

আটক প্রতারকরা হলেন, সদর উপজেলার মাছখোলা এলাকার মৃত. আমির আলীর ছেলে মানদার আলী (৫৩) ও রামচন্দ্রপুর এলাকার মৃত. আকবর আলীর ছেলে আশরাফুজ্জামান (২৫)।

র‍্যাব সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মো. শাহিনুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের মধ্যকাটিয়া লস্করপাড়া এলাকায় অভিযান চালিয়ে মৃত. মোজাম্মেল হকের বাড়ি থেকে ভুয়া নিয়োগপত্রসহ দুই প্রতারককে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আকরাম/এমএএস/এমকেএইচ