ধর্ষকদের মৃত্যুদণ্ডের দাবি
ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন
সারা দেশে নারী-শিশু ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে কলেজের মূল ফটকের সামনে শহরের প্রধান সড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষার্থী সুনীল কান্তি চাকমার সভাপতিত্বে ও অশীম দাশ গুপ্তের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া।
এতে আরও বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের নেতা হাসান মুরাদ, দীপংকর দে, ছাত্রদল নেতা মঈন উদ্দীন, কলেজ শিক্ষার্থী সাইফুল বিন হাসান ও তাহমিনা আক্তার।
মানববন্ধনে নারী-শিশু ধর্ষণ এবং হত্যার প্রতিবাদ জানানোর পাশাপাশি ধর্ষকদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান বক্তারা।
সাইফুল বিন হাসান/এএম/এমকেএইচ