বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী, আটক ১
বাবা-মায়ের সঙ্গে যশোর থেকে বাগেরহাটের রামপালে বেড়াতে গিয়ে এক কিশোরী (১৪) গণধর্ষণের শিকার হয়েছেন। রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিউল গাজী নামের একজনকে পুলিশ আটক করেছে। সোমবার কিশোরীর ডাক্তারি পরীক্ষা বাগেরহাট সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।
রামপাল থানা পুলিশ জানায়, যশোর জেলার গাইডগাছি এলাকার জনৈক ব্যক্তি তার স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে রোববার বাগেরহাটের রামপাল গোবিন্দপুর এলাকায় বেড়াতে যান। সেখানে ওই কিশোরীকে কৌশলে স্থানীয় বখাটে মোজা শেখসহ (২৮) ৩ যুবক তুলে নিয়ে ধর্ষণ করে। পরে তারা ওই রাতেই পার্শ্ববর্তী রনসেন এলাকার ৩ যুবকের কাছে ওই কিশোরীকে তুলে দিলে তারাও তাকে ধর্ষণ করে।
খবর পেয়ে ফয়লাহাট পুলিশ ক্যাম্পের আইসি আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে রনসেন এলাকার আফজাল গাজীর ছেলে রবিউল গাজীকে আটক করে। এ সময় কিশোরীকে উদ্ধার করে পুলিশ ক্যাম্পে এনে রাখা হয়। সোমবার সকালে পুলিশ আটক রবিউলকে রামপাল থানা পুলিশের কাছে হস্থান্তর করে।
এ ব্যাপারে রামপাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাটে পাঠানো হয়েছে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদি হয়ে রামপালে রনসেন এলাকার আফজাল গাজীর ছেলে রবিউল গাজী, আবু গাজীর ছেলে ইসমাইল গাজী, মিকাইল গাজীর ছেলে রাজিব গাজী, পারগোবিন্দপুর এলাকার মোজা শেখ ও আকবর শেখের ছেলে জামাল শেখ এবং অজ্ঞাতনামা আরো দুজনকে আসামি করে সোমবার রামপাল থানায় মামলা দায়ের করেছে।
ওসি আরো জানান, অপর আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
শওকত আলী বাবু/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের