ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বয়স কোনো বিষয় নয়, খেলাধুলায় নারীদের মন জয়

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০৮:৫২ পিএম, ৩১ জানুয়ারি ২০২০

নড়াইলে চল্লিশোর্ধ্ব নারীদের স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে বিনোদনমূলক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক চর্চার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় অর্গানাইজেশন ফর রুরাল কমিউনিটি ডেভেলপমেন্টের (ওআরসিডি) আয়োজনে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের দারিয়াপুরে ওআরসিডি কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন ওআরসিডির প্রতিষ্ঠাতা ড. আমিরুল ইসলাম। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Narail-Helth-Sports

স্থানীয় সূত্র জানায়, ক্রীড়া প্রতিযোগিতায় ওই এলাকার শতাধিক চল্লিশোর্ধ্ব নারী বিস্কুট দৌড়, চেয়ার সেটিং, বালিশ বদল, গল্প বলা, সুই-সুতা প্রতিযোগিতায় অংশ নেন। পরে সবাইকে নিয়ে এক কিলোমিটার মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ওআরসিডির অধ্যক্ষ মানিক চন্দ্র রায়, সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মনজুরুর রহমান, ওআরসিডির গবেষণা কর্মকর্তা মো. আফজাল হোসেন ও ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের মো. খায়রুল আলম।

Narail-Helth-Sports-2

ওআরসিডির প্রতিষ্ঠাতা ড. আমিরুল ইসলাম বলেন, নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই আয়োজন। নারীরা সবসময় ঘরের কাজে ব্যস্ত থাকেন। এমন খেলাধুলার সুযোগ হয় না তাদের। খেলাধুলার মাধ্যমে বিনোদনের সৃষ্টি ব্যবস্থা করা এবং স্বাস্থ্য সচেতনতা তৈরি করা আমাদের লক্ষ্য। বয়স কোনো বিষয় নয়, ফিটনেসই আসল।

হাফিজুল নিলু/এএম/পিআর