শ্যামনগরে আগুনে ৪টি দোকান ভস্মিভূত
প্রতীকী ছবি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন ভেটখালী বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে চারটি দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ভেটখালী বাজারের ব্যবসায়ী আশিকুজ্জামান লিমন জাগো নিউজকে জানান, ভেটখালী বাজারের রঞ্জিত ইলেকট্রনিক্সের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। কিছুক্ষণের মধ্যে আগুনের লেলিহান শিখায় রঞ্জিত ইলেকট্রনিক্স, খালিদ স্টোর, জননী টেইলার্স ও তাপস ইলেকট্রনিক্সের সকল মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়। দোকান মালিকদের প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে কালিগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপিতে যোগদানের পর আ’লীগ নেতার বাড়িঘরে অগ্নিসংযোগ-লুটপাট
- ২ ১০৮ ইটভাটার ৭০টিই অবৈধ, ধোঁয়া-ছাইয়ে বিপন্ন জনজীবন
- ৩ রামুতে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্ডকে গুলি করে হত্যা
- ৪ প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, ভিডিও ভাইরাল
- ৫ তারেক রহমানের ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র: মির্জা ফখরুল