শ্যামনগরে আগুনে ৪টি দোকান ভস্মিভূত
প্রতীকী ছবি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন ভেটখালী বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে চারটি দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ভেটখালী বাজারের ব্যবসায়ী আশিকুজ্জামান লিমন জাগো নিউজকে জানান, ভেটখালী বাজারের রঞ্জিত ইলেকট্রনিক্সের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। কিছুক্ষণের মধ্যে আগুনের লেলিহান শিখায় রঞ্জিত ইলেকট্রনিক্স, খালিদ স্টোর, জননী টেইলার্স ও তাপস ইলেকট্রনিক্সের সকল মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়। দোকান মালিকদের প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে কালিগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান